নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মজনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) কর্তৃপক্ষের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, মোঃ মজনুর রহমানকে শর্ত সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখিত শর্তগুলো হলো, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে, এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, মো: মজনুর রহমান নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করছেন।
সান বিডি/খাদিজা/ নাজমুল/২:১০/১৬.০৯.২০২০