প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পদত্যাগের পর সেই জায়গায় নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা।
পদত্যাগের আগে আবে জাতির উদ্দেশ্যে জানিয়েছিলেন, দেশের মানুষের জন্য সঠিকভাবে সেবা করতে পারছেন না বলেই প্রধানমন্ত্রীর পদে আর তিনি থাকতে চাইছেন না। পদত্যাগের কথা ঘোষণা করেন নিজেই। জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন আবে।
সোমবার আবে প্রশাসনের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব ৭১ বছরের ইয়োশিহিদে সুগা জাপানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন। শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত সুগা।
আবের দেখানো পথেই তিনি চলবেন বলে ঘনিষ্ট মহলে জানিয়েছেন। সংবাদসংস্থা এএফপির খবর অনুযায়ী, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ও আঞ্চলিক প্রতিনিধিদের মোট ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোটে জয়ী হন সুগা।
সান বিডি/নাজমুল/৩:৫৮/১৬.০৯.২০২০