মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুপ্রীম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে।
বিধি অনুযায়ী রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি হলে সরকার সাজা কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে পারবে। আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউয়ের আবেদন করার সুযোগ পাবে।
এরে আগে, সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বুধবার দুপুরে তাদের দুজনের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করে। রায়ের অনুলিপিতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর মধ্যে, সালাহউদ্দিনের রায় ২১৭ পৃষ্ঠার ও মুজাহিদের রায় ১৯১ পৃষ্ঠার।
গত ২৯ জুলাই প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। তার বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গত ১৬ জুন সুপ্রীম কোর্টে আপিল বিভাগ চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে।