শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি পেল আন্তর্জাতিক পুরস্কার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ০৮:৫৪:২০

পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
ইসলামিক ব্যাংকিং উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘ইসলামিক ফাইন্যান্স পারসোনালিটি ২০২০’ পুরস্কার পেয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে অনুষ্ঠানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













