নিত্য দিনের অপরিহার্য পণ্য পেঁয়াজ বাইরে থেকে আমদানির ক্ষেত্রে সুদহার নূন্যতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।অস্থির পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপানে বলা হয়েছে, পেঁয়াজসহ কিছু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সুদের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ৩০ মে পর্যন্ত যেই নির্দেশনা ছিল তার সময়সীমা বাড়ানো করা হয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার নির্ধারণের সময়সীমা আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এ নিত্যপণ্যের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর কোন ধরণের পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। ওই ঘোষণার পর পেঁয়াজের কেজি ৬০ টাকা থেকে একদিনে বেড়ে ১০০ টাকা হয়। ফলে পণ্যটির দাম নিয়ন্ত্রণে সরকার আমদানি শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নিয়েছে।
সানবিডি/এনজে