পেঁয়াজ রফতানি বন্ধ করায় ভারতের দুঃখ প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ২০:৫৬:১৯

কোন ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তুরস্ক সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান তিনি।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, তিনি শুনেছেন, বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত।কারণ তারাও জানতো না হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
এসময় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে একটা সমঝোতা ছিলো, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশকে জানাবে ভারত। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি জানতো না বলে জানিয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুনের বেশী বেড়ে যায়। এরপর গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের এই চিঠির জবাবে ভারত কী জানিয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুতপ্ত হওয়ার কথা জানান।
উল্লেখ্য, ভারত গত বছরের সেপ্টেম্বর মাসেও হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে পেঁয়াজের দাম কয়েকগুন বেড়েছিল। পরে কয়েক দফা আলোচনার পর প্রায় দুই মাস পর আবার পেঁয়াজ আসতে থাকে ভারত থেকে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













