

শিক্ষিকা হিসেবে তিনি দক্ষ। আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন শিশুদের। দিনের বেলা শিশুদের প্রিয় এই শিক্ষিকা রাত হলেই বনে অন্য মানুষ। পর্নো ছবির তারকা।
এমনই এক শিক্ষিকাকে নিয়ে উত্তাল ইউরোপীয় দেশ সার্বিয়া। দাবি উঠেছে ওই শিক্ষিকাকে স্কুল থেকে তাড়ানোর।
মহান শিক্ষকতার পাশাপাশি পর্নোছবিতে অভিনয়ের কাজটি এত দিন নির্বিঘ্নেই চালিয়ে যাচ্ছিলেন তিনি। ফ্যাকরা বাধল স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক পর্নো তারকার সাক্ষাৎকারে। সেখানে ওই পর্ন তারকা জানান, শিক্ষিকাটি দিনে একটি স্কুলে শিশুদের পড়ান। আর রাতে সেক্স টেপ ও পর্নো ছবিতে অভিনয় করেন।
আর যায় কোথায়, বির্তকের তোলপাড় ওঠে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “তিন বছর ধরে দক্ষতার সঙ্গে শিশুদের পড়াচ্ছেন তিনি (পর্নো তারকা)। তবে স্কুলের বাইরে তিনি কী করেন তা আমার জানা নেই।”
ওই শিক্ষিকাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অভিভাবকরা মিলিত হয়ে চিঠি দিয়েছেন। তাদের অভিযোগ, সেই স্কুলশিক্ষিকা ‘মিস ভেসনা’ ছদ্মনামে পর্ন সিনেমায় অভিনয় করছেন।
স্কুল কর্তৃপক্ষ অবশ্য প্রমাণ চাইছেন। প্রধান শিক্ষিকা বলছেন, ওই শিক্ষিকা পর্ন সিনেমা করছেন এমন প্রমাণিত হলে তাকে জরিমানাসহ বরখাস্ত করা হবে। সূত্র: জিনিউজ।