রেফারি লাল কার্ড দেখাবেন এটাই তো স্বাভাবিক ৷ লাল কার্ড দেখিয়ে তিনি ম্যাচের রাশ টেনে ধরার চেষ্টা করেন৷ শৃঙ্খলা আনেন ম্যাচে৷ কিন্তু সেই লাল কার্ডের বদলে রেফারি দেখালেন বন্দুক৷ বন্দুক উচিয়ে তেড়ে গেলেন ফুটবলারের দিকে ৷ এমনটাই কিন্তু বাস্তবে ঘটেছে ভারতের নয়াদিল্লিতে। এমনটিই জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম।
ম্যাচে একটা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারির দিকে তেড়ে যান এক ফুটবলার। ওই দলের ফুটবলারা রেফারিকে হেনস্থা আর মারধর করেন বলে অভিযোগ। তারপরই ড্রেসিংরুমে ফিরে গিয়ে বন্দুক নিয়ে মাঠে নামেন রেফারি। এইভাবে হাতে বন্দুক দেখে হতচকিত হয়ে যান সবাই। দৌড়াদৌড়ি শুরু করে দেন ফুটবলার-রা। ম্যাচের রেফারি পেশায় একজন পুলিশ। সেই কারণেই তিনি বন্দুক নিয়ে তেড়ে আসেন৷শেষপর্যন্ত রেফারিকে শান্ত করে পরিস্থিতি সামাল দেন লাইন্সম্যান। ব্রুম্যাডইনহো বনাম অ্যামানতেস বোলার বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটেছে৷