ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম সাতটি সহ মোট আটটিই রয়েচে ইন্সুরেন্স কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪১ দশমিক ৩০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের দর বেড়েছে ২৫ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১৭ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এশিয়া ইন্সুরেন্সের ২৫ দশমিক ৩১ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ২৩ দশমিক ০৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২২ দশমিক ৭৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ২২ দশমিক ৬৪ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ২২ দশমিক ১৬ শতাংশ, সিটি ব্যাংকের ১৮দশমিক ১৮ শতাংশ এবং রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার দর ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসআই/১৫:০৭/১৮/৯/২০