ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৯০৯ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৯৮ কোটি ৯৩ লাখ ১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৫ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৯ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ারের ১০৮ কোটি ৪ লাখ ৯৪ হাজার,ওরিয়ন ইনফিউশনের ৯৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৯৯ কোটি ৭০ লাখ ৫৫ হাজার, ওরিয়ন ফার্মার ৯৫ কোটি ৮২ লাখ ৮৫ হাজার,সিটি ব্যাংকের ৯২ কোটি ১৩ লাখ ৮ হাজার, আইএফআইসি ব্যাংকের ৯১ কোটি ৭৩ লাখ ৫ হাজার ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ৮২ কোটি ৭২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসআই/১৫:৩৩/১৮/৯/২০