শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা টেষ্ট

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৮ ১৬:৩২:০১


 

শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা নমুনা সংগ্রহের কাজ। আজ শুক্রবার (১৮ সেপ্টম্বর) যথারীতি বারডেমের এক্সপার্টরা ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করার কাজে নেমে পড়েছেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ক্রিকেটারদের করোনা টেস্ট আজই শুধু নয়, কাল শনিবারও চলবে। সেটা কিভাবে? এর ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এখন যারা রাজধানী ঢাকায় অবস্থান করছেন, সেই ১৮ জনের করোনা টেস্ট হবে আজ।

এবারের টেস্ট হবে শুধু ক্রিকেটারদের। কোন কোচিং স্টাফের না। সেটা কেন? কী কারণে? ব্যাখ্যা দিতে গিয়ে দেবাশীষ চৌধুরী জানান, আজ ১৮ জনের কোভিড-১৯ এ নমুনা নিতে ক্রিকেটারদের বাড়ি বাড়ি যাবেন বারডেমের এক্সপার্টরা। বাকি ৯ জন আছেন রাজধানীর বাইরে। তাদের নমুনা সংগ্রহ হবে শনিবার।

রাজধানীতে অবস্থানরত ৪ বিদেশি কোচ রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুক ও নিক নেইলের দেশে আসার পর এরই মধ্যে তিনবার টেস্ট করানো হয়েছে। তাদের ২১ সেপ্টেম্বর আবারো করোনা পরীক্ষা করা হবে।

সান বিডি/নাজমুল/৪:৩২/১৮.০৯.২০২০