শরীয়তপুরের নড়িয়ায় পুকুরের পানিতে ডুবে বাঁধন (৮) ও আবু সুফিয়ান (৬) নামে দুই মামা-ভাগ্নে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের যোগপাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাঁধন ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মৃধার ছেলে এবং আবু সুফিয়ান তার শ্যালক।
স্থানীয়রা জানায় শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকালে বাঁধন ও সুফিয়ান বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। আশে পাশে কোন লোক জন না থাকায় কেউ দেখতে পায়নি। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সান বিডি/নাজমুল/৪:১৫/১৮.০৯.২০২০