খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ’র ঝিনাইদহ জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে’।
নবাগত কমিটিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ আহ্বায়ক ও সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী সদস্য সচিব মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম আগামী পাঁস মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, ‘আমিনুর রহমান টুকু, এম রবিউল ইসলাম রবি, শাহ আলম মিয়া, সালমা ইয়াছমিন, মানোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, আতিয়ার রহমান, বাবুল হোসেন, আব্দুর রাজ্জাক, শারমিন সুলতানা ও টিপু সুলতান।’
সান বিডি/নাজমুল/৫:৫৫/১৮.০৯.২০২০