প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন গুয়াতেমালান প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়াম্মাত্তেই। স্থানীয় রেডিও স্টেশনকে শুক্রবার তিনি বলেছেন, করোনার কোনও উপসর্গ নেই তার।
৬৪ বছর বয়সী জিয়াম্মাত্তেই আগে থেকে মাল্টিপল স্কলেরোসিসে ভুগছেন এবং হাঁটার জন্য লাঠি ব্যবহার করেন।
প্রেসিডেন্টের এমন দিনে করোনা ধরা পড়লো, যেদিন দেশটি এর সীমান্ত খুলে দিচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে। করোনা মহামারিতে ছয় মাস ধরে সীমান্ত ও বিমান চলাচল বন্ধ ছিল গুয়াতেমালায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গুয়াতেমালায় প্রবেশ করতে চাওয়া বিদেশিদের নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে। দেশে ঢোকার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করতে হবে।
সান বিডি/ নাজমুল/ ১১:৫৬/১০.০৯.২০২০