পুঁজিবাজারের তালিকাভুক্ত সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চুক্তি করেছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের সাথে। কোম্পানির ব্যবসা বাড়াতে এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানি সূত্র মতে, গত শনিবার(১৯ সেপ্টেম্বর,২০২০) মেঘনা পেট্টোলিয়ামের ঢাকা অফিসে এই চুক্তি করা হয়। চুক্তিতে সই করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ্-আল-খালেদ এবং জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক (সিআইপি)।
মেঘনা পেট্টোলিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে,কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি মেঘনা পেট্টোলিয়ামের ফিলিং স্টেশনে তরলকৃত পেট্টোলিয়াম গ্যাস(এলপিজি) প্লান্ট স্থাপন করবে। চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি বিক্রির বিপরীতে মেঘনা পেট্টোলিয়াকে ৫০ পয়সা দিবে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড।