সারা বিশ্বে টি-টোয়েন্টি লীগ খেলে বোড়ালেও টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া ক্রিস গেইল। মঙ্গলবার নিজের ইচ্ছের কথা জানান ক্যারিবীয় এই ব্যাটিং দানব।
চোট ও সাম্প্রতিক ফর্মের জন্য অস্ট্রেলিয়া সফরে ক্যারিবীয় দলে জায়গা হয়নি সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। হোবার্টে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২১২ রানের ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন দিনেই ক্যারিবীয়দের লড়াই শেষ করে দেয় অস্ট্রেলিয়া।
এরপরই গেইলের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও জোরালো হল। দেশের হয়ে এখনও পর্যন্ত ১০৩টি টেস্ট খেলেছেন গেইল। কিন্তু চলতি বছরের শুরুতে পিঠে অস্ত্রোপচার হয় ক্যারিবীয় বাঁ-হাতি ওপেনারের। বিগ ব্যাশ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেললেও দেশের হয়ে ডাক পাননি গেইল।
অবসর নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে গেইল বলেন, ‘কোনও সম্ভাবনাই নেই। হোবার্টে আমি দলের সঙ্গে থাকতে পারতাম। কিন্তু সেটা হয়নি। আশা করি নতুন বছরে ফের জাতীয় দলে ফিরব। আর টেস্ট দলে ফেরাই আমার প্রাথমিক লক্ষ্য।’
সানবিডি/ঢাকা/রাআ