সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭২ বারে ৬ লাখ ৯৬ হাজার ৮১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৮ বারে ৮১ হাজার ৭২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪২৪ বারে ৪ লাখ ১৭ হাজার ২৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- কুইনসাউথ টেক্সটাইলের ৬ দশমিক ৬৮ শতাংশ, দুলামিয়া কটনের ৬ দশমিক ৪১ শতাংশ, ফাইন ফুডসের ৬ দশমিক ২৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৬ দশমিক ১৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৯৫ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
সানবিডি/এসকেএস/১৬:০৯/২০/৯/২০