রোববার, ৫ জানুয়ারী ২০২৫
জেনে নিন আমব্রিনকে বাদ দেয়ার চাঞ্চল্যকর রহস্য!
প্রকাশিত - ডিসেম্বর ১৫, ২০১৫ ৮:৪৯ পিএম
ব্যাটে বলে রানের মিছিল তেমন জমজমাট না হলেও আসর কিন্তু রঙিন ছিলো তৃতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল)। খেলোয়াড়, দর্শকদরে পাশাপাশি আসরের অনেকটা রঙই নিজেদের করে নিয়েছিলেন বিপিএলের অফিসিয়িাল ব্রডকাস্টার চ্যানেল নাইনের দুই উপস্থাপিকা।
তারা হলেন বাংলাদেশের আমব্রিন ও ভারতের পামেলা ভুতোরিয়া। দুই সুন্দরীর প্রাণবন্ত সঞ্চালনায় বেশ ঝলমলে ছিলো এবারের বিপিএল। কিন্তু ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বাদ পড়ে গেলেন আমব্রিন। বিপিএল থেকে হঠাৎ করেই এই লাক্স তারকার বিচ্যুতি নিয়ে মিডিয়াপাড়ায় চলছে নানা গুজব-গুঞ্জন। সেইসাথে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তোলপাড়। সেখানে সমালোচনার মুখে পড়েছে চ্যানেল নাইন ও তাদের বিপিএল সম্প্রচার ব্যবস্থাপনা বিভাগটি।
আলোচনার শুরুটা অবশ্য আমব্রিন নিজেই করে দিয়েছেন সোমবার বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে। তিনি সাফ জানিয়ে দিলেন, ফাইনাল ম্যাচে মাঠ কিংবা টিভির কোনো আয়োজনে দেখা যাবে না উপস্থাপক-অভিনেত্রী আমব্রিনকে। তিনি লিখেছিলেন, ‘ যদিও পুরো টুর্নামেন্টে ভালো করেছি তবুও বিপিএলের ফাইনালে আমি থাকছি না। এর কারণ- যেকোনো মূল্যেই হোক না কেন, এমন কিছু করতে আমি প্রস্তুত ছিলাম না, যা আমার নৈতিকতার সঙ্গে যাবে না। রাখে আল্লাহ মারে কে?’
এই ঘোষণার কিছুক্ষণ পরই আমব্রিনকে বাদ দেয়ার কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন চ্যানেল নাইনের অনুষ্ঠান ও ইভেন্টপ্রধান তানভীর খান। তিনি লেখেন, ‘বিপিএল ২০১৫ থেকে বাদ পড়েছেন আমব্রিন। আচরণবিধি লঙ্ঘন এবং উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে।’
সানবিডি/ঢাকা/রাআ
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.