সপ্তাহিক দর পতনের শীর্ষে তুংহাই নিটিং

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৩ ১২:৫৮:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং এন্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ লাখ ২৯ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং সাইন টেক্টাইলের দর কমেছে ১৪ দশমিক ১০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সি এন্ড এ টেক্সটাইলসের দর কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৫ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ও বাংরাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১২:৫৭;৩/১০/২০