কনসুলেটেড কাস্টমার হিসাবের উপর নজর দিতে বললেন শেখ শামসুদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১১ ২০:৫০:২৬
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ কনসুলেটেট কাস্টমার অ্যকাউন্টের (সিসিবিএ) উপর নজর দিতে ব্রোকার হাউজগুলোকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সিসিবিএ একাউন্টে কিছু অনিয়ম হচ্ছে। এই অ্যাকাউন্টের বিনিয়োগকারীদের ক্ষতি থেকে রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করতে দেখা যায়নি। আপনারা এই অ্যাকাউন্টগুলো সঠিকভাবে পরিচালনা করুন।
রোববার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “ব্রোকার সার্ভিস অ্যান্ড ইনভেস্টরস রাইট” শীর্ষক সমাপনী ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান।
ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার নির্বাহী পরিচালক মো.সাইফুর রহমান।
তিনি বলেন, পুঁজিবাজারকে ডিজিটালাইজেশন করা প্রয়োজন। এ জন্য ডিজিটাল বুথ নীতিমালা তৈরি করা হচ্ছে।
সচেতন বিনিয়োগকারীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার রয়েছে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিনিয়োগ নিরাপদ করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তাই কারও প্রয়োজন হলেই আমরা প্রশিক্ষণ দেবো। সবারই বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন।