জ্বালানি সহযোগিতা নিয়ে আজারবাইজানের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৪ ১৭:১৬:৪৯


আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভের সঙ্গে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এনার্জি চার্টার সম্মেলনে অংশ নিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকুতে ওই দেশের জ্বালানি মন্ত্রণালয়ের সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন পারভিজ ও নসরুল হামিদ।

আজারবাইজানের জ্বালানিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুততার সাথে উন্নয়ন করছে। পারস্পারিক সহযোগিতা উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে। আজারবাইজানের রাষ্ট্রীয় কোম্পানির সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানির সহযোগিতায় দুই দেশই উপকার পাবে।
বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রসংসা করায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজারবাইজানের জ্বালানি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এক সাথে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক উপখাত রয়েছে, যেখানে আজারবাইজানের অভিজ্ঞতা কাজে লাগবে।”
সানবিডি/ঢাকা/এসএস