সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না: বিসিবি প্রধান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৬ ১৮:৫১:৩৪


নিয়ম না মেনে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। যে কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী কোনোভাবেই খেলোয়াড়রা এটা করতে পারে না। সেটা টেলিকম কোম্পানি যেমন জানে, তেমনি খেলোয়াড়রাও জানে। সাকিব এটা কেন করলো আমরা জানি না। তারপরও আমরা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছি।তবে এটা বলতে পারি, আইন অনুযায়ী একজন ক্রিকেটার কোনও টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না।’

সাকিবকে কোনও ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নে নাজমুলের জবাব, ‘প্রশ্নই ওঠে না।’ এ সময় পাশ থেকে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলে ওঠেন, ‘আইন ভঙ্গ করলে যে রকম শাস্তি হওয়ার কথা সেরকমই হবে।’

গত ২২ অক্টোবর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। সেদিন জিপি হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে ও দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’
সানবিডি/ঢাকা/এসএস