বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি, দেখে নিন কত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৮ ১৮:৫৪:০৬
১৩ দফা দাবি নিয়ে ডাকা ক্রিকেটারদের ধর্মঘটের অন্যতম দাবি ছিল ঘরোয়া ক্রিকেটে টাকার পরিমাণ আরও বাড়ানো। দাবি মেনে নেওয়ার ঘোষণার চারদিন যেতে না যেতেই টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন কাঠামো প্রকাশ করে বোর্ড।
জাতীয় লিগে প্রথম স্তরে এতদিন পর্যন্ত ম্যাচ ফি ছিল ৩৫ হাজার টাকা, সেটা ৭১ শতাংশ বেড়ে এখন হয়েছে ৬০ হাজার টাকা। দ্বিতীয় স্তরে আগে ক্রিকেটারদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা সেটা ১০০ শতাংশ বেড়ে এখন হয়েছে ৫০ হাজার টাকা।
দৈনিক ভাতা আগে দুই স্তরের খেলোয়াড়ের জন্য ছিল ১৫০০ টাকা। সেটা ৬৭ শতাংশ বেড়ে এখন হয়েছে ২৫০০ টাকা।
এখন থেকে দুই স্তরের খেলোয়াড়ের জন্যই ভ্রমণ ভাতা আগে ছিল ২৫০০ টাকা। এখন থেকে বিমান যোগে ক্রিকেটারদের নেওয়া হবে। তবে যে এলাকার সঙ্গে বিমান যোগাযোগ থাকবে না সেখাতে ৩৫০০ টাকা দেওয়া হবে। এগুলো কার্যকর হবে এই প্রথম রাউন্ড থেকেই।
আবাসনের ক্ষেত্রে ব্যয় ৮০ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া হোটেল থেকে ভেন্যুতে যাওয়ার জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস