১০৭ পিস ইয়াবাসহ নারী ‘সংগীতশিল্পী’ আটক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৯ ১৮:১১:৪৩
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার দুপুরে খিলগাঁও তিলপাপাড়ার ৫০২ নং বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সুবর্ণা রূপা ও রুবেল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জিজ্ঞাসাবাদে সুবর্ণা রূপা নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। আটক রুবেল ইয়াবা আনা-নেয়া এবং মাদকসেবীদের সরবরাহের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা-মেট্রোর রমনা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, সুবর্ণা রূপা ইয়াবা বিক্রি করতেন। তিনি ইয়াবা সেবনেরও ব্যবস্থা করতেন। তার তথ্যের ভিত্তিতে ইয়াবা সরবরাহকারী রুবেল নামের এক যুবককেও আটক করা হয়েছে।
কামরুল ইসলাম বলেন, ওই বাসায় নিজের মোটরসাইকেলে করে ইয়াবা সরবরাহের কাজ করতেন রুবেল। পাশাপাশি ইয়াবাসেবীদেরও সরবরাহ করতো। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন ইয়াবাসেবীরা। সেখানে ইয়াবা সেবনের সব রকমের ব্যবস্থাও করা হয়েছিল। অভিযান চালিয়ে আরও চার নারী মাদকসেবীকে আটক করা হয়। পরে ওই চারজনকে উত্তরা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আটক সুবর্ণা ও রুবেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক সুবর্ণা রূপার পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।
সানবিডি/ঢাকা/এসএস