দুই মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-১৯ ০৭:৪৬:৩০
করোনাভাইরাস শুরুর আগ থেকেই পুঁজিবাজারে চলছে খারাপ অবস্থা। এই অবস্থার সাথে যুক্ত হয়েছে বিশ্বব্যাপী মহামারি করোনা। ফলে প্রায় তিন মাস বন্ধ ছিলো দেশের পুঁজিবাজার। বাজার বন্ধ থাকলেও চলমান ছিলো তাদের মার্জিন ঋণের সুদ প্রয়োগ। ক্ষতি থেকে কিছুটা স্বস্থির জন্য মার্জিন ঋণের সুদ মুওকুফ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বিষয়টি গুরুত্ব পায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. ফজলে কবির সাথে সৌজন্য সাক্ষাৎতেও। আলোচনা হয় বিনিয়োগকারীদের ক্ষতি কমানোর জন্য ৬ মাসের মার্জিন ঋণের সুদ হার মুওকুফ করার। বিষয়টি ইতিবাঁচ বিবেচনা করে ৬ মাসের জায়গায় দুই মাসের (এপ্রিল-মে) ঋণ মুওকুফ করার কথা জানান গর্ভনর ড. ফজলে কবির।
ডিএসইর প্রতিনিধি দলে অংশ নেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন, শাকিল রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।
এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, আমরা ৬ মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ চেয়েছিলাম। সেটি আমাদেরকে ২ মাসের জন্য মুওকুফ করা হয়েছে।