বিদেশে শাখা খুলতে পারবে ব্রোকারেজগুলো
:: আপডেট: ২০২০-০৮-১৯ ০৭:৪১:৩১
পুঁজিবাজারের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে বিদেশে শাখা (আউটলেট) খোলার অনুমোদন পেতে যাচ্ছে সক্ষম প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সূত্র মতে, গত বুধবার (১২ অগাস্ট) বিএসইসির চেয়ারম্যান, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকসহ বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকে এবিষয়ে নির্দেশনা দিয়েছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সূত্র মতে, বিদেশে অবস্থান করা অনেক বড় সম্পদশালী লোক রয়েছে। যারা টাকা বিনিয়োগ করার মতো কোন জায়গা খুঁজে পাচ্ছে না। তাদের বিনিয়োগ পুঁজিবাজারের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগাতে চায় সরকার। বড় বিনিয়োগকারী ধরতে বিদেশে আউটলেট খুলতে পারবে ব্রোকারেজগুলো। তবে সবাইকে এই শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না। যারা এই বিষয়টি আইন অনুযায়ী ভালো করে দেখাভাল করতে পারবে তাদেরকেই অনুমোদন দেওয়া হবে।
বৈঠক সূত্র মতে, দুই স্টক এক্সচেঞ্জকে এমন একটি নীতিমালা তৈরি করতে বলা হয়েছে; যেটির মাধ্যমে এজন বিনিয়োগকারী চাইলেই খুব সহজে যাতে লেনদেন করতে পারে। এটি যাতে হয় রিয়েল টাইম লেনদেন। একই সাথে যাতে টাকা জমা ও তুলতে তাদেরকে কোন ধরণের সমস্যায় পড়তে না হয়।
এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন-উর-রশিদ সানবিডিকে বলেন, গত বুধবার (১২ অগাস্ট) বিএসইসির সাথে দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশে আউটলেট খোলার জন্য মৌখিকভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে কমিশন।
তিনি বলেন, যে সকল সদস্য হাউজ এই সুবিধা নিতে চায়; তারা আমাদেরকে জানালো আমরা কমিশনের সাথে আলাপ করে লেনদেন শুরু করার ব্যবস্থা করবো। তবে সবাইকে গণহারে এই সুবিধা দেওয়া হবে না। শুধুমাত্র যারা যোগ্য তাদেরকেই এই সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে কমিশন।
আরও পড়ুন