মুন্নু গ্রুপের দুই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-২৪ ০৭:০৯:২৬
সিকিউরিটিজ আইন লঙঘনের দায়ে পুঁজিবাজারের দুটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হলো মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড এবং মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড বর্তমানে ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) লেনদেন হচ্ছে। আর মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড ডিএসইর মূল মার্কেটে লেনদেন হচ্ছে।
জানা গেছে,স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে ভুয়া তথ্য সরবরাহ করার কারনে এই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। এর মাধ্যমে দুটি কোম্পানি প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নমেন্ট কোড এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ লঙ্ঘন করেছে।
সূত্র জানায়, মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড এবং মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেডের তিন বছরের জন্য ২০২০ সালের ১২ জুন এসএম শামসুল আরেফিনকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়। এসএম শামসুল উত্তরা ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এবং উত্তরা ফিনান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মনোনীত চেয়ারম্যান। আইন অনুযায়ী পুঁজিবাজারে সম্পৃক্ত কোন ব্যাক্তি কোন কোম্পানির স্বাধীন পরিচালক হতে পারে না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
গত অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯৪ লাখ টাকা, যা আগের অর্থবছরে ১ কোটি ৮ লাখ টাকা ছিল।একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৩.৭৬ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪.৭৫ টাকা।
৩০ জুন, ২০১৯ পর্যন্ত কোম্পানিটির নিট মুনাফা ছিল ৫৭ লাখ টাকা, এবং আয় ছিল ১৪ কোটি ৩২ লাখ টাকা।
কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকরা যৌথভাবে ৪২.৯৮ শতাংশ শেয়ার ধারন করেছেন, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২.৮৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের ০.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের
অন্যদিকে মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড বর্তমানে ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) রয়েছে। গত অর্থবছরের প্রথম নয় মাসে এই কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৫ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ৬৫ লাখ টাকা।একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২২ পয়সা।