ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজকে সতর্ক করার সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৬ ১৮:৩৪:৫১
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে আর্থিক হিসাব বিবরণীর ঘাটতি থাকার বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশনের এস,আর,আই বিভাগের প্রতিবেদন অনুযায়ী ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের ৩০ শে জুন, ২০১৭ সালের আর্থিক হিসাব বিবরণীর সমন্বিত গ্রাহক হিসাবে ৪,২৭,০৩,৮৭০ (চার কোটি সাতাশ লক্ষ তিন হাজার আটশত সত্তর) টাকা ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ ভঙ্গ করেছে। কোম্পানি পরবর্তীতে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি সমন্বয় করায় কমিশন ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/৬:৩৪/২৬/৮/২০