পরমাণু শক্তি কর্তৃপক্ষের সদস্য হলেন ড. আজিজুল হক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৫ ১৬:১৫:২২


বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম আজিজুল হক।

সোমবার (৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড. এম আজিজুল হককে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ধারা-৬ ও ৭ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিনবছর মেয়াদে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এম জি