৩ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৭:৫৬:৩৪


উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ দিয়েছে সরকার। তাদের চাকরি প্রেষণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সারোয়ার আহমেদ সালেহীনকে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) জহিরুল ইসলামকে ভারতের নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের ইকনমিক কাউন্সেলর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (সচিবের একান্ত সচিব) মো. আলমগীর হোসেনকে বেলজিয়াম ব্রাসেলস বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের (ইকনমিক) দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন।

এম জি