স্বাস্থ্যের হোমিও শাখার পরিচালক হলেন ডা. বিধান চন্দ্র

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২৭ ১৬:১১:১২


স্বাস্থ্য অধিদফতরের হোমিও ও দেশজ শাখার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত। এর আগে তিনি অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) কর্মকর্তা হিসেবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পাদয়ন করা হলো।

বিধান চন্দ্র সেনগুপ্ত বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের ওএসডি কর্মকর্তা হিসেবে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের কর্মরত। তাকে অধিদফতরের পরিচালক (হোমিও ও দেশজ) পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম জি