৩ উপসচিবকে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১৪:৪৬:৩৭


উপসচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। রোববার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ সুলতানাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়াও ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. আবুজাফর রিপনকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে।

এম জি