কর্মস্থলে যোগ না দিলে ‘স্ট্যান্ড রিলিজ’ হবেন ৪ সিনিয়র সহকারী সচিব

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-১৭ ১৮:০৪:৪৫


চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) ইমতিয়াজ হোসেনকে গাজীপুর ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার হিসেবে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) একরামুল ছিদ্দিককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, সিলেট সদরের উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) নুসরাত আজমেরীকে ঢাকায় বিএসটিআই’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মুহাম্মদ মিজানুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলেও তারা নতুন কর্মস্থলে যোগ দেননি।

চলতি বছরের ২৫ মে তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন এই ৪ সিনিয়র সহকারী সচিব।

বুধবার (১৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, উল্লেখিত ৪ সিনিয়র সহকারী সচিব চলতি বছরের ২৫ মে তারিখের মধ্যে কর্তমান কর্মস্থ্য হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৫ মে অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি