প্রেষণে নিয়োগ পেলেন ৫ অতিরিক্ত সচিব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২১ ১৪:৩০:৫২


৫ অতিরিক্ত সচিবের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাদের প্রেষণে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণা স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদকে বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মোঃ নাসির উদ্দিন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন (অতিরিক্ত সচিব) নুরুন নাহারকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খুরশিদ ইকবাল রেজভীকে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল্লাহিল আজমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তারের মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এম জি