জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানকে অবসর প্রদান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৬:৫২:০২


জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে চলতি বছরের ২৪ মে হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১ বছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।

বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ২০২০ সালের ১৩ জানুয়রি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন। মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) পরিচালক ও প্রকল্প পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান।

এম জি