নির্বাচনের বছরে ইসির বরাদ্দ বেড়েছে হাজার কোটি টাকা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-০১ ১৬:০৭:৪৯


২০২৩-২০২৪ অর্থবছরের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে ভোটের বছরে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) জন্য গত অর্থবছরের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এই সাংবিধানিক সংস্থাটির পরিচালন বাজেট আগের বাজেটের চেয়ে ১ হাজার ৩৫৭ কোটি টাকা বাড়ছে।

নির্বাচন কমিশনের সামগ্রিক বাজেট বিদায়ী অর্থবছরের চেয়ে ১ হাজার ৫৩৮ কোটি টাকা বেড়ে আসন্ন অর্থবছরে দাঁড়াচ্ছে ২ হাজার ৪০৬ কোটি টাকা।

চলতি বছরের ডিসেম্বরের শেষ ভাগে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট ছিল ৭০০ কোটি টাকা।

ইসি সূত্রে জানা গেছে , চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের ব্যয় মেটাতে সরকারের কাছে ৩ হাজার ৯৫৪ কোটি টাকা চেয়েছে কমিশন।

 

সানবিডি/এসকেএস