স্বেচ্ছায় অবসরে যুগ্মসচিব মোয়াজ্জেম হোসেন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩১ ১২:৪১:৫৪


সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত এই কর্মকর্তার নাম মো. মোয়াজ্জেম হোসেন মজুমদার। আগামী ১লা সেপ্টেম্বর থেকে তার অবসর কার্যকর হবে।

বুধবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মোয়াজ্জেম হোসেন মজুমদারকে তার আবেদনের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮সনের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৪(১) অনুযায়ী চাকরি মেয়াদ ২৫(পঁচিশ) বছর পূর্তির পরিপ্রেক্ষিতে ১লা সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো। তার একবছরের অবসর উত্তর-ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

এম জি