৬ জেলায় নতুন এডিসি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৯ ১৬:২৪:৩০


ছয় জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ৭ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- চাঁদপুর, বগুড়া, শেরপুর, খাগড়াছড়ি, জামালপুর ও পঞ্চগড়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান হাবিবুল হাসান রুমিকে চাঁদপুরের এডিসি, চাঁদপুরের এডিসি মোছাম্মৎ রাশেদা আক্তারকে বগুড়ায়, নেত্রকোণার দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানকে শেরপুর, রাঙ্গামাটি বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারকে খাগড়াছড়ি, সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারকে জামালপুর, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারকে পঞ্চগড় ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহারীয়ারকে চাঁদপুরের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এম জি