বিএসটিআইয়ের নতুন ডিজি ফেরদৌস আলম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৭ ১৬:৪৩:১৯


গ্রেড-১ পদে পদোন্নতির পর ফেরদৌস আলমকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম।

অতিরিক্ত সচিব ফেরদৌস আলমকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়াও গ্রেড-১ পদোন্নতির পর স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। তাদের এ নিয়োগ আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল ওয়াহাব ভূঞা এবং বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তারকে অবসরে যাওয়ার জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এএ