এশিয়ার স্পট মার্কেটে কিছুটা কমেছে এলএনজির দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৩ ১১:২৮:২১


চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে। এ সময় পণ্যটির পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা কম থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে। এ সময় পণ্যটির পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা কম থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় নভেম্বরে সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি গড়ে ১৩ ডলারে লেনদেন হয়েছে, গত সপ্তাহে যা ছিল ১৩ ডলার ১০ সেন্ট। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৩০ সেন্টে বেচাকেনা হয়েছে।

কেপলারের এলএনজি ও প্রাকৃতিক গ্যাস বিশ্লেষক গো কাটায়ামা বলেন, ‘‌কিছুটা কমলেও এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল ছিল। ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় ও বাজারে পর্যাপ্ত সরবরাহ দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।’

অস্ট্রেলিয়ার ইচথিস এলএনজি উৎপাদন কেন্দ্রের ট্রেন-২ চলতি সপ্তাহে পুনরায় চালু হয়েছে। ফলে বাজারে জ্বালানিপণ্যটির সরবরাহ বেড়েছে। এর আগে আগস্টে রক্ষণাবেক্ষণের জন্য এটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এলএনজি উৎপাদন কেন্দ্রের একটি সম্পূর্ণ উৎপাদন লাইনকে ‘ট্রেন’ বলা হয়।

এনজে