দর পতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৬ ১৫:২০:৫৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫০ বারে ২ লাখ ৬৯ হাজার ১৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩০ বারে ৪ লাখ ২ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৪ বারে ১ লাখ ৭ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ফরচুন সুজের ৮.৪৩ শতাংশ, সিটি ইন্সুরেন্স পিএলসির ৮.৮৪ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৭.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৭.৪১ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬.৩৮ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৬.৩০ শতাংশ কমেছে।

 

এসকেএস