প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটে বাংলাদেশ: কৃষি উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৬ ১৬:৩৪:৩৮


কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তবে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সংকটে পড়ছে। খাদ্য সংকট এড়াতে সরকার চেষ্টা করছে সরকার।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে, তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, খাদ্য অপচয় দিনের পর দিন বাড়ছে। খাদ্য সংকটের বড় একটা কারণ খাবার নষ্ট করা। খাদ্য অপচয় রোধে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন তিনি। বৈজ্ঞানিক উপায়ে কৃষিকাজ করা এবং দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কৃষিতে বিনিয়োগের আহবান জানান কৃষি উপদেষ্টা।

সেমিনারে, খাদ্যসচিব, কৃষি সচিব ও জাতিসংঘের ফুড এন্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন-এর বাংলাদেশ অফিসের প্রধান বক্তব্য রাখেন।

এম জি