দর পতনের শীর্ষে ফাইন ফুডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-০৭ ১৬:২১:৪৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮২৪ বারে ৪ লাখ ৮০ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬ বারে ৩৬ হাজার ৬১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২৭ বারে ২২ লাখ ২০ হাজার ৬১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–মুন্নু সিরামিকের ৫.০২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৪.২৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৪.২১ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ৪.১২ শতাংশ, পূবালী ব্যাংকের ৩.৯৬ শতাংশ, মনোস্পোলার পেপারের ৩.৮৯ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৩.৬১ শতাংশ কমেছে।
এসকেএস