এনআরবিসি ব্যাংকের এমডির আবেদন বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০১-২০ ২২:২৫:৩৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে পারছেন না প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রবিউল ইসলাম। গত ১৯ জানুয়ারী বাংলাদেশ ব্যাংক এনআরবিসি ব্যাংকের কর্তৃপক্ষকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবিরের সই করা চিঠিতে বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নং ০৫/২০২৪ এ বর্ণিত নির্দেশনা অনুসরণ করে অনতিবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে  নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিকে মনোনীত করে এ  বিভাগের নিকট অনুমোদনের আবেদন করতে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে গত ২ ডিসেম্বর  মো. রবিউল ইসলামকে ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য আবেদন করে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) রবিউল ইসলাম এর নামে অভিযোগ রয়েছে। ফলে এমডি হিসেবে তাকে নিয়োগের অনুমোদন দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক।

মো. রবিউল ইসলাম ২০২০ সালের জানুয়ারী মাসে এনআরবিসি ব্যাংকে যোগ দিয়েছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন প্রবেশনারি অফিসার হিসাবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেডের কাজ করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন পদে কাজ করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম (অনার্স), এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক আইনে এলএলএমও অর্জন করেন।