নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২২ ১৪:২৩:২৩


বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার আলাদা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেটি মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত।

মিরপুর থানার দুই হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়।

এম জি