দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২২ ১৬:০২:১৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৫৩ বারে ৭৫ হাজার ১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৩৭ বারে ১০ লাখ ২৫ হাজার ৫৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–সেন্ট্রাল ফার্মার ৪.৮৮ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ, ফাইন ফুডসের ৪.৪১ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.১৭ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ৪.১৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.১২ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.০৪ শতাংশ কমেছে।

 

এসকেএস