মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ায়নি সরকার: অর্থ উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২২ ১৬:৪৪:২৫


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কারও প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে সেগুলো অত্যাবশ্যকীয় না। এ সময় বিশ্বের মধ্যে বাংলাদেশ রাজস্ব আয় সবচেয়ে কম বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে। আরও ১০ লাখ টন চাল ও গম আমদানির পাইপ লাইনে রয়েছে। রাশিয়া, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মায়ানমার থেকে তা আমদানি করা হচ্ছে।

এম জি