রয়েল টিউলিপের আইপিও আবেদন শুরু ২২ এপ্রিল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১০:৪৮:২১


পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা হোটেল ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ লিমিটেডেররপ্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনের সময় নির্ধারণ করেছে বিএসইসি। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোম্পানিটিকে সম্মতিপত্র দিয়েছে।

সূত্র মতে, আগামী ২২ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। যা চলবে ৬ মে পর্যন্ত। এর আগে বিএসইসির ৬৭৬তম সভায় আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা যায়, আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি । কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের দেড় কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। এর মধ্যে ইন্টিরিয়র ফিনিসিং অ্যান্ড ফার্নিচার,জমি ক্রয় এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। একই সময়ে প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।