রিটেইনড আর্নিংয়ের উপর কর পুন:বিবেচনার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৬ ২১:০৯:৪৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো রিজার্ভ এবং রিটেইনড আর্নিংয়ের উপর যে কর আরোপ করা হয়েছে তা পুন:বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এ বিষয়টি নিয়ে এসেছে যদি এর মাধ্যমে পুঁজিবাজারের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি ১০টাকার শেয়ার যাতে রিজার্ভ হাই দেখিয়ে গেমবেলিন করতে না পারে সে বিষয়ের সমস্যা সমাধানের জন্য এ বিষয়টি নিয়ে এসেছি। সবকিছুর উপরে হলো এর সাথে যারা সংশ্লিষ্ট তারা। তাদের যদি ক্ষতি হয় সে বিষয়ে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে আইসিএবি’র কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর। পেপার উপস্থাপন করেন শ্নেহাশীষ বড়ুয়া ও শাহাদাত হোসেন।

উদ্বোধনী বক্তৃরা করেন আইসিএবির প্রেসিডেন্ট এএফ নেসার উদ্দিন।

সান বিডি/এসকেএস