জেড ক্যাটাগরি কোম্পানির পর্ষদ পুনর্গঠন করতে চায় বিএসইসি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৩ ২২:৩৮:৫৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরি কোম্পানির পর্ষদ পুনর্গঠন করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার কমিশনে ৭৩৫তম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসির সিদ্ধান্তগুলো হলো-

১.সকল স্পন্সর ও বর্তমান পরিচালকদের ধারণকৃত শেয়ার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর এবং প্লেজ বন্ধ থাকবে;

২.জেড ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানীসমুহকে ছয় মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে হবে;

৩.সকল ধরণের শেয়ার হােল্ডার মিটিং (এজিএম/ইজিএম) ই ভোটিং/ অনলাইনের সুবিধা প্রদানপূর্বক ডিজিটাল প্লাটফর্মে অথবা হাইব্রিড সিস্টেমে করতে হবে;

৪. যে সকল কোম্পানী দুই বছর বা তদূর্ধ সময় ধরে জেট ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত সেই সমস্ত কোম্পানি, পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে চলমান বাের্ড পুনর্গঠন করতে ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও স্পন্সরগণ অন্যকোন তালিকাভুক্ত কোম্পানীতে ও পুঁজিবাজার মধ্যস্থতাকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কোন কোম্পানীর পরিচালক হিসেবে থাকতে পারবেন না;

কমিশন এক্ষেত্রে বিশেষ নিরীক্ষক ও কমিশন কর্তৃক পর্যবেক্ষক নিয়ােগের | মাধ্যমে বাের্ড পুনর্গঠন করে জেট ক্যাটাগরির কোম্পানীর সুশাসন নিশ্চিত করবে;

পুনর্গঠিত পরিচালনা পর্ষদ চার বছরের মধ্যে কোম্পানীর সার্বিক অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ হলে স্টক এক্সচেঞ্জ উক্ত কোম্পানীকে তালিকাচ্যুতিসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে; এবং

এ বিষয়ে পূর্ববর্তী নােটিফিকশন এবং আদেশ বাতিল করে শীঘ্রই কমিশন কর্তৃক একটি নােটিফিকেশন ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে ৬(ছয়) মাস বা ততােধিক সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে; অথবা যদি পরপর ২দুই) বছর নীট কার্যকর লােকসান অথবা নেগেটিভ ক্যাশ ফ্লো অপারেশন থাকলে অথবা

যদি তালিকাভুক্তি কোম্পানীর পুঞ্জিভূত লােকসান তার পরিশােধিত মূলধনকে অতিক্রম করে; এছাড়াও, কোন তালিকাভুক্ত কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কমিশনের অনুমতিক্রমে স্টক এক্সচেঞ্জয় জেট ক্যাটাগিরিতে স্থানান্তর করতে পারবে; •

উল্লেখ্য যে, জেড ক্যাটাগরিরতে লেনদেনকৃত কোম্পানিসমূহের সেটেলমেন্ট কার্যক্রম টি+৩ সম্পন্ন হবে।

টি প্লাস থ্রিতে সেটেলমেন্ট জেড ক্যাটাগরির শেয়ার

টি প্লাস থ্রিতে সেটেলমেন্ট জেড ক্যাটাগরির শেয়ার

পুঁজিবাজারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে কর্ম-পরিকল্পনা অনুমোদন

শ্যামল ইক্যুইটিকে সতর্ক করার সিদ্ধান্ত

প্রগতি লাইফের রাইট অনুমোদন

মীর আক্তারের আইপিওর বিডিং অনুমোদন

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ